সহজে গুগল ডকুমেন্টে ফাইল আপলোড করা
গুগল ডকুমেন্টের সাথে ইন্টারনেট ব্যবহারকারীরা কম বেশী পরিচিত। সাধারণত ওয়েব ব্রাউজারে গুগল ডকুমেন্ট লগইন করে তার পরে প্রয়োজনিয় ডকুমেন্ট এখানে আপলোড করতে হয়। কিন্তু আপনি চাইলে ডেক্সটপ থেকে ডকলিস্ট আপলোডার সফটওয়্যারের সাহায্যে ড্রাগ ড্রপের মাধ্যমে সহজেই একাধিক ফাইল আপলোড করতে পারেন। ২৩২ কিলোবাইটের বহনযোগ্য সফটওয়্যারটি http://google-gdata.googlecode.com সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। তবে এজন্য অবশ্য আপনার কম্পিউটারে .নেট ফ্রেমওয়ার্ক ২.০ ইনষ্টল থাকতে হবে। এবার সফটওয়্যারটি চালু করে জিমেইল একাউন্ট দিয়ে লগইন করুন। লগইন শেষে যেকোন ডকুমেন্ট ড্রাগ করে এনে সফটওয়্যারটির উপরে ছেড়ে দিলেই তা সরাসরি গুগল ডকুমেন্টে আপলোড হবে। এছাড়াও add DocList Uploader to right-click menu চেক বক্সে একটিভ করলে কনটেক্স মেনুতে Send to Google Docs যুক্ত হবে ফলে ডকুমেন্টের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Send to Google Docs এ ক্লিক কররে তা আপলোড করা যাবে। আর আপনি পূর্বে আপলোড করা ডকুমেন্টের উপরে মাউস দুইবার ক্লিক করলে উক্ত ডকুমেন্ট ব্রাউজারে খুলবে। এছাড়াও http://google-gdata.googlecode.com/svn/trunk/clients/cs/samples/DocListUploader সাইট থেকে সোর্স কোড এবং বিস্তারিত তথ্য পাওয়া যাবে।