সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩০শে মার্চ, ২০২৩ ইং | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

গুগল ম্যাপ থেকে পোষ্টাল ঠিকানা বের করা

মেহেদী আকরাম | August 3, 2012, 6:07 AM

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ম্যাপ খুবই জনপ্রিয়। গুগল ম্যাপের এপিআই এর সাহায্যে বিভিন্ন সুবিধা পাওয়া যায়। গুগল ম্যাপের এপিআই ব্যবহার করে তৈরী করা এমনই একটি টুলস হচ্ছে gmpa। এর সাহায্যে বিশ্বের যেকোন লোকেশনের পোষ্টাল ঠিকানা পাওয়া যাবে।
gmpa
এজন্য www.royaltechbd.com/tools/gmpa/ সাইটে গিয়ে লাল মার্কারটি ড্রাগ করে কোন লোকেশনের উপরে নিলেই উক্ত লোকেশনের পোষ্টাল ঠিকানা দেখাবে। এছাড়াও সার্চ থেকে লোকেশন খুঁজলেও তার পোষ্টাল ঠিকানা দেখাবে।

মন্তব্য করুন