সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৪শে মে, ২০২৩ ইং | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

অনলাইন থেকে ভিডিও কনভার্ট করা

admin | January 25, 2008, 12:01 AM

অনলাইন থেকে ভিডিও ডাউনলোড করলে অনেক সময় দেখা যায় তা সচারচর ভিডিও প্লেয়ারে চলে না। আবার সেগুলো সিডিতে রাইট করতে গেলেও হয় না। এছাড়াও অনলাইনে (ইউটিউব বা অনান্য ডিডিও শেয়ারিং সাইটে) আপলোড করতে গেলেও সমস্যা দেখা যায়। এ সমস্যা সমাধানের জন্য ভিডিও কনভার্টার দ্বারা পছন্দের ফরম্যাটে কনভার্ট করতে হয়। কিন্তু আপনি যদি এমন কারো কম্পিউটার ব্যবহার করেন যেখানে সেরকম কোন সফটওয়্যার নেই এমনকি ইনষ্টল করার সুযোগও নেই। সেক্ষেত্রে সমাধান দেবে মোভাভি ডট কম (http://online.movavi.com)| এই সাইট থেকে সরাসরি ভিডিও কনভার্ট করা যাবে এমনকি একাধিক (৫টি পর্যন্ত) ভিডিও মার্জ (একত্রিত) করা যাবে। এই সাইটে অনূর্ধ ১০০ মেগাবাইটের বা ১০ মিনিটের ভিডিও mp4, avi, flv, 3gp, 3gp2, mpeg, ইত্যাদি ফরম্যাটে একসাথে সর্বোচ্চ ৫টি ফাইল কনভার্ট করা যাবে। অনলাইন থেকে সরাসরি (ভিডিও এর লিংক) অথবা কম্পিউটারের ভিডিও কনভার্ট করা যাবে। এখানে ভিডিও কনভার্ট শেষ হলে সয়ংক্রিভাবে নতুন ভিডিওর লিংক আপনার দেওয়া ইমেইলে চলে আসবে। এই ওয়েব সাইটের বিনামূল্যে এই সেবার পাশাপাশি আরো রয়েছে ওয়াইডগেট এবং এই ভিডিও কনভার্টার সফটওয়্যার।

মন্তব্য করুন