সনাক্ত করুন ইয়াহুর লুকায়িত ব্যবহাকরীকে
ইন্টারনেটে জনপ্রিয় চ্যটিং সেবা দিয়ে থাকে ইয়াহু। গ্রাহকের দিক থেকেও ইয়াহু অন্য সবার থেকে এগিয়ে। ইয়াহুতে যারা চ্যাটিং করেন তারা বিভিন্ন কারণে নিজেকে ইনভিজিবল (অফলাইন) করে রাখেন, যাতে তাকে অন্যকেউ অনলাইনে দেখতে না পারে। আপনার বন্ধু যদি অনলাইনে থেকেও নিজেকে এভাবে ইনভিজিবল করে রাখে তাহলে আপনি তা বুঝতে পারবেন না আপনার কাছে তার আইডি অফলাইন হিসাবে দেখাবে। কিন্তু প্রকৃতপক্ষে আপনার বন্ধুটি অফলাইনে নাকি নিজেকে ইনভিজিবল করে রেখেছে তা আপনি চাইলে খুব সহজেই বের করতে পারেন। ইয়াহুর ব্যবহারকারী ইনভিজিবল কিনা তা খুঁজে বের করার কিছু ওয়েবসাইটের হচ্ছে www.persiangap.com, www.invisible.ir, www.xeeber.com ইত্যাদি। এই সাইটগুলোতে আপনি আপনার কাঙ্খিত ইয়াহু আইডি লিখে এন্টার করলে উক্ত আইডি অলাইনে, অফলাইনে কিংবা ইনভিজিবল কিনা তা দেখাবে।
Thank you khub dorkari akta jinis
site not working please check koren
THANX @L@M