গুগল প্লাসে কাভার ছবি

জনপ্রিয় সামাজিক নেটওয়াকের সাইট ফেসবুকে কাভার ছবি দেবার অপশন চালু করেছে বেশ কিছুদিন আগে। এবর গুগল প্লাসের কাভার ছবি দেবার সুবিধা দিয়েছে। সহজেই এই ছবি সেট করা বা পরিবর্তন করা বা বাদ দেওয়া যাবে।
ধাপ১) এজন্য গুগল প্লাসে লগইন করে বাম পাশের Profiles আইকনে ক্লিক করুন।
ধাপ২) এবার বাম দিকের ছবির উপরে মাউস ধরে Change photos বা Change cover photo ক্লিক করুন।
ধাপ৩) এখন Choose a template: এ ক্লিক করে বাম পাশের কাভার টেমপ্লেটটিতে ক্লিক করুন।
ধাপ৪) এবার Change cover photo এ ক্লিক করে ছবি আপলোড করুন অথবা পিকাসাতে থাকা ছবি নির্বাচন করে ক্রোপ করুন এবং Save করুন এবং Ok করুন। ছবির সাইজ হতে হবে ৯৬০*১৭৯ পিক্সেলে সেট হবে।
ধাপ৫) পরবর্তিতে ছবি পরিবর্তন করতে চাইলে Profiles এ গিয়ে Change cover photo এ ক্লিক করে পূর্বের ছবিটি মুছে নতুন করে ছবি আপলোড করে দিতে হবে। চাইলে টেমপ্লেটটিও পরিবর্তন করতে পারেন।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস