অনলাইনেই ইউনিকোডে বাংলা লিখুন এবং রূপান্তর করুন
ধরুন আপনি প্রথমআলো অনলাইন সংস্করণের লেখা কম্পিউটারে রাখতে চাচ্ছেন বা কাউকে মেইল করতে চাচ্ছেন বা আপনি কম্পিউটারে বিজয়ে বাংলা লিখা ইউনিকোডে রূপান্তর করতে চাচ্ছেন অথবা ইউনিকোডে বাংলা লিখতে চাচ্ছেন। এজন্য কোন সফটওয়্যারের প্রয়োজন হয় কিন্তু একটি ওয়েসাইট থেকেই আপনি এর সবগুলো পাবেন। এজন্য প্রথমে http://bnwebtools.sourceforge.net সাইটে ঢুকুন। এবার প্রথমআলোর অনলাইন সংস্করণের লেখা কপি করে এনে নিচের টেক্সট বক্সে পেষ্ট করুন এবং বংশী নির্বাচন করে ইউনিকোডে বদলে উপরে নাও বাটনে কিক করুন। তাহলে উপরের টেক্সট বক্সে নিন্মাক্ত লেখাগুলো ইউনিকোডে রূপান্তর হয়ে যাবে। এভাবে আপনি বিজয়, সামহোয়ার-ইন টেক্সট, বৈশাখী, বংশী, বর্ণসফট, ফোনেটিক, এইচটিএমএল সেফ হেক্স এবং এইচটিএমএল সেফ ডেসি ইত্যাদি ভাবে প্রচলিত বাংলা লিখাকে ইউনিকোডে, অন্য প্রচলিত বাংলাতে বা ইউনিকোড থেকে প্রচলিত বাংলাতে (পুরানো বাংলায় বদলে নীচে আনো বাটনের কিক করে) রূপান্তর করতে পারবেন। আর উপরের টেক্সট বক্সে সরাসরি বিজয়, সামহোয়ার-ইন টেক্সট, বৈশাখী, বংশী, বর্ণসফট, ফোনেটিক, এইচটিএমএল সেফ হেক্স এবং এইচটিএমএল সেফ ডেসি কিবোর্ড মুডে ইউনিকোডে বাংলা লিখতে পারবেন। এ বিষয়ে বিন্তারিত নিয়মকানুন উক্ত পাতাতে বর্ণিত আছে। এছাড়াও অনলাইনে লেখন পদ্ধতি এবং পরিবর্তন করার আরো কিছু টুলের ঠিকানাও এখানে পাবেন। মজার ব্যাপার হচ্ছে এই পেজটি ডাউনলোড করে অফলাইনেও ব্যবহার করতে পারবেন।