পিডিএফকে ওয়ার্ড এবং এক্সেলে রূপান্তর করা
অনেক সময় পিডিএফ ফাইলকে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে রূপান্তর করার প্রয়োজন হয়। এর মধ্যে www.hellopdf.com সফটওয়্যার দ্বারা পিডিএফ ফাইলকে মাইক্রোসফট ওয়ার্ডে রূপান্তর করা যায়। কিন্তু লেখাগুলো বক্সে আসে ফলে বেশ অসুবিধা হয়। অনলাইন থেকে বিনামূল্যে আপনি পিডিএফ ফাইলকে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে রূপান্তর করতে পারেন্। পিডিএফ ফাইলকে মাইক্রোসফট ওয়ার্ডে রূপান্তর করতে www.pdftoword.com এবং পিডিএফ ফাইলকে মাইক্রোসফট এক্সেলে রূপান্তর করতে www.pdftoexcelonline.com এ যান। এবার Step 1 এ Browse বাটনে ক্লিক করে পিডিএফ ফাইলটি নির্বাচন করুন। এরপরে Step 2 এ ফরম্যাট নির্ধারণ করে Step 3 এ আপনার ইমেইল ঠিকানা লিখে Convert বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনার মেইলে ওয়ার্ড বা এক্সেলের ফাইলটি চলে যাবে।
চমৎকার পোস্ট, বুকমার্ক করে রাখার মত।
অনেক আশা করে একটা পিডিএফকে ওয়ার্ডে কনভার্ট করলাম, কিন্তু সে সেটা ওয়ার্ডে ইমেজ আকারে কনভার্ট করে দিয়েছে। লাভের লাভ তো তাহলে কিছুই হলনা।
আমার মনে হয় আপনি যে পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করেছেন সেটির টেক্সট ফাইল থেকে পিডিএফ করা ছিলো না। সেটি সম্ভাবত ইমেজ ফাইল থেকে পিডিএফ করা ছিলো ফলে ওয়ার্ডে কনভার্ট করার পরেও ইমেজ হিসাবে এসেছে।
ধন্যবাদ ভাই এটার জন্য। আমার অনেক কাজে লাগবে।
খুব ভাল লেগেছে
আমার মেইলে কম্পিউটারের বিিভন্নি সমস্য সম্পর্কে ধারনা পাঠালে উককৃত হব।
ভাই,
মেহেদী ভাই এর মত আমার একই অবস্থা। কিভাবে এর সমাধান পাব বলবেন কি?