জিমেইল ও গুগলমেইল

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ইমেইল সেবাই হচ্ছে জিমেইল। আপনার ইউজার যদি abc হয় তাহলে আপনার ইমেইল ঠিকানা হবে [email protected]| কিন্তু [email protected] ঠিকানাতে কেউ মেইল করলে তা আপনি পাবেন। অর্থাৎ আপনার উইজারের বিপরীতে আপনি দু’টি মেইল ঠিকানা পাবেন যদিও তথ্যগুলো একই সার্ভারে জমা হবে। কিন্তু কাউকে মেইল করলে স্বাভাবিকভাবে সেন্ডার হিসাবে [email protected] ঠিকানা যাবে। এমতবস্থায় আপনি [email protected] ঠিকানা ব্যবহার করে কাউকে মেইল করতে পারেন। এজন্য জিমেইল এ্যকাউন্ট লগইন করুন (দু’টি উইন্ডো খুললে ভাল হয়)। এবার সেটিংসে ক্লিক করে Accounts -এ ক্লিক করুন। এখান থেকে always replay from my current address অপশন বাটন চেক করে Add another email address লিংকে ক্লিক করুন তাহলে Add another email address ডায়ালগ বক্স আসবে। এখান থেকে Enter information for another email address -এর Name -এ আপনার নাম লিখুন (যা মেইল প্রাপক দেখবে) এবং email address -G [email protected] ঠিকানা টাইপ করুন এবং Next Step>> বাটনে ক্লিক করুন এবং Send Verification বাটনে ক্লিক করুন। এরপর দেখবেন জিমেইলের ইনবক্সে আপনার মেইল থেকেই নতুন একটি মেইল এসেছে সেটি খুলে ভেরিফিকেশন কোডটি Add another email address ডায়ালগ বক্সে টাইপ করে অ্যাকটিভ করুন। এবার সেটিংস থেকে নতুন যুক্ত করা মেইল ঠিকানার ([email protected]) ডানে make default -G ক্লিক করে মেইল ঠিকানা ডিফল্ট করুন। এরপর থেকে মেইল কম্পোজ করার সময় দেখবেন উপরে From নামে নতুন একটি ড্রপডাউন মেনু আসছে এবং সেখানে [email protected] ঠিকানা দেখা যাচ্ছে। এখন থেকে যেখানেই মেইল করুন না কেন, সেখানে সেন্ডার হিসাবে [email protected] ঠিকানা দেখাবে এবং উক্ত [email protected] ঠিকানাতে কোন মেইল আসলে তা আপনি স্বাভাবিকভাবে পড়তে পারবেন। এছাড়াও [email protected] ঠিকানা ব্যবহার করে মেইল করতে চাইলে মেইল কম্পোজারের উপরের From ড্রপডাউন থেকে [email protected] সিলেক্ট করে মেইল করলেই হবে।

১ Comments on "জিমেইল ও গুগলমেইল"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস