সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৫ই মার্চ, ২০২৩ ইং | ১লা চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

গুগল+ এর নোটিফিকেশন মোবাইলে পাওয়া

মেহেদী আকরাম | July 11, 2011, 8:50 PM

ফেসবুকের মত গুগল প্লাসের নোটিফিকেশনও মোবাইলে এসএমএস হিসাবে পাওয়া যায়, এজন্য কোন চার্জ দেওয়া লাগবে না। গুগল প্লাসের ফোন নোটিফিকেশনে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং ভারতের নাম রয়েছে ফলে স্বাভাবিকভাবে অন্যদেশ থেকে নোটিফিকেশনের সুবিধা বর্তমানে পাওয়া যাবে না। তবে এজন্য একটু খাটুনি করতে হবে। গুগলে টু-স্টেপ ভেরিফিকেশন সক্রিয় করলে (পরে টু-স্টেপ ভেরিফিকেশন নিস্ক্রিয় করলেও সমস্যা নেই) গুগল প্লাসে মোবাইল নম্বর চলে আসবে। এবার গুগল প্লাসের Options এ ক্লিক করে Google+ Settings এ ক্লিক করার পরে বাম পাশের Google+ ট্যাবে থাকা Set delivery preferences এর SMS অপশনে নির্বাচন করুন। এবার Receive notifications এর Phone এ যে যে নোটিফিকেশন পেতে চান সেগুলো নির্বাচন করলেই হবে। ব্যাস এবার নোটিফিকেশনগুলো আপনার মোবাইলে এসএমএস হিসাবে আসবে।

১টি মন্তব্য

মন্তব্য করুন