সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩০শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

জুমলা এবং ওয়ার্ডপ্রেসের জন্য ‘গুগল প্লাস পেজ ব্যাজ’

মেহেদী আকরাম | February 24, 2012, 8:45 PM

গুগল প্লাস সম্পর্কে সবাই কম বেশী জানি। গুগল প্লাসে পেজ তৈরীর সুবিধা বেশ কিছুদিন আগেই দিয়েছে। গুগল প্লাসে পেজ তৈরীর পদ্ধতি পাবেন www.shamokaldarpon.com/?p=2919 এখানে। নিজের কোম্পানী বা কোন পণ্যের পেজ যদি নিজের ওয়েব সাইটে যুক্ত করতে চান তাহলে পেজ ব্যাজ এর বিকল্প নাই। পেজ ব্যাজ থাকলে সহজেই ভিজিটররা তাদের সার্কেলে আপনার পেজকে যুক্ত করতে পারবে এবং +১ করতে পারবে।
যারা জুমলা বা ওয়ার্ডপ্রেস দিয়ে তাদের ওয়েবসাইট বানিয়েছেন তারা সহজেই জুমলার মডিউল দিয়ে এবং ওয়ার্ডপ্রেসের প্লাগইন দিয়ে সহজেই গুগল প্লাসের পেজ ব্যাজ তৈরী করতে পারবেন।
জুমলার মডিউল এবং ওয়ার্ডপ্রেসের প্লাগইন www.royaltechbd.com এখান থেকে ডাউনলোড করতে পারবেন।

মন্তব্য করুন