সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২০শে মার্চ, ২০২৩ ইং | ৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ইয়াহু!র আরেকটি সার্চ ইঞ্জিন

admin | January 12, 2008, 12:13 AM

জনপ্রিয় মেইল সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহুর ইমেইলের জগতে আধিপত্য থাকলেও সার্চ ইঞ্জিনে গুগলের সাথে পেরে উঠছে না। সাধারণত সার্চ করতে হলে সম্পূর্ণ পেজ লোড হতে হয়। কিন্তু ইয়াহু!র হোম পেজে অতিরিক্ত ইমেজ এবং তথ্য থাকার ফলে লোড হতে দেরি হয় যেমনটি হয়না গুগলের ক্ষেত্রে (হোম পেজ মাত্র ১৫ কিলোবাইট)। এসব বিবেচনায় ইয়াহু! আরেকটি একটি সার্চ ইঞ্জিন চালু করেছে। www.alltheweb.com নামের এই সার্চ ইঞ্জিনে অতিরিক্ত গ্রাফিক্স না থাকায় পেজ দ্রুত লোড হয়। এছাড়াও দ্রুত সার্চ করা যায় বলে দাবি করেছে ইয়াহু!। নতুন এই সার্চ ইঞ্জিনে রয়েছে ওয়েব, নিউজ, পিকচার, ভিডিও এবং অডিও ট্যাব। এখন দেখার বিষয় গুগলকে নতুন এই সার্চ ইঞ্জিন কতটা টেক্কা দিতে পারে।

১টি মন্তব্য

মন্তব্য করুন