সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৭শে মার্চ, ২০২৩ ইং | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ওয়েব ব্রাউজার+মিউজিক প্লেয়ার=সংবার্ডনেস্ট

admin | February 29, 2008, 10:07 PM

ওয়েব ব্রাউজার এবং মিউজিক প্লেয়ার আমরা সবাই চিনি। কিন্তু একই সফটওয়্যার থেকে কি এই দুটি সুবিধা পাওয়া যায়! সংবার্ডনেস্ট নামের মজিলার উম্মুক্ত এই সফটওয়্যার থেকে একই সাথে যেমন ওয়েব সাইট ব্রাউজ করা যাবে তেমনই গান শোনা যাবে। এই সফটওয়্যারটিতে ব্রাউজার হিসাবে ফায়ারফক্সের কিছু বৈশিষ্ট রয়েছে তবে কোন পেজ সেভ করার সুযোগ নেই, আর গান শোনার পাশাপাশি প্লে লিষ্ট তৈরী এবং লাইব্রেরীর ব্যবস্থা রয়েছে। এই সফটওয়্যারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অনলাইন থেকে গান কেনা, খোঁজা, সরাসরি গান শোনা এবং ডাউনলোড করা যাবে। বার্ড হাউজে (http://birdhouse.songbirdnest.com) কিছু গানের সার্চ ইঞ্জিন, রেডিও, গান কেনা যাবে এমন ওয়েব সাইট এবং এমপিথ্রি গানের বেশ কিছু ব্লগ সাইটের ঠিকানা রয়েছে। ফলে সহজে বিভিন্ন গানের সাইজে প্রবেশ করা যাবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যে কোন সাইটেই প্রবেশ করেন না কেন উক্ত সাইটের সকল এমপিথ্রি গানের/ফাইলের তালিকা সহ বিস্তারিত তথ্য নিচে চলে আসবে, আর প্রত্যেকটি ফাইলের ডানে ডাউনলোড বাটন আসবে যেখানে ক্লিক করে সহজেই ডাউনলোড করা যাবে। এমনকি গানের উপরে ক্লিক করলে সরাসরি শোনাও যাবে। আর এর সবগুলোই পরবর্তীতে ওয়েব হিষ্টোরিতে পাওয়া যাবে। এছাড়াও http://skreemr.com এবং http://hypem.com নামে দুটি এমপিথ্রি সার্চ ইঞ্জিন রয়েছে যার সাহায্যে সহজে বিভিন্ন ওয়েব সাইট থেকে এমপিথ্রি গান খোঁজা যাবে। সংবার্ডনেস্ট সফটওয়্যারটি http://download.songbirdnest.com সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড (১৩.১১ মেগাবাইট) করা যাবে।

২টি মন্তব্য

মন্তব্য করুন