ওয়াই-ফাই যুক্ত ইন্টারনেট ফটো ফ্রেম

ডি-লিংক সমপ্রতি ডিএসএম-২১০ মডেলের ইন্টারনেট ফটো ফ্রেম বাজারজাত করেছে। এই ফটো ফ্রেমের বিল্টইন তারহীন এডাপটারের সাহায্যে সহজে এবং দ্রুত ওয়েবসাইট দেখা যাবে । এছাড়ও এতে রয়েছে ১০ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ইন্টারনেটের আরএসএস ফেড, তারসহ এবং তারহীন নেটওয়ার্ক, ইউএসবি পোর্ট, ৫১২ মেগাবাইট ইন্টারনাল মেমোরি এবং মেমোরি কার্ডের স্লট। ২৪৯.৯৯ ডলারের এই ফটো ফ্রেম এবছরেই বাজারে পাওয়া যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৩ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস