লোকালহোস্ট যেকোন জায়গা থেকে এক্সেস করা
লোকালহোস্ট শব্দটা ডেভেলপমেন্টারদের কাছে খুবই পরিচিত। রিমোট লোকেশন বা ইন্টারনেটের মাধ্যমে যদি আপনার লোকালহোস্টকে এক্সেস করা যায় তাহলে কেমন হয়! সিকিউর টানেল তৈরির মাধ্যমে লোকালহোস্টকে অনলাইনে আনা যায়।
এমনই কিছু সফটওয়্যারের তালিকা নিচে রয়েছে।
ধরে নিচ্ছি আপনার কম্পিউটার লোকালহোস্টের সফটওয়্যার wamp বা xampp ইনস্টল করা আছে এবং আপনি http://localhost/ বা http://127.0.0.1/ ব্রাউজ করতে পারছেন। এখন আপনি লোকালহোস্টকে রিমোট লোকেশন থেকে এক্সেস করতে চাচ্ছেন।
ngrok দ্বারা:
ধাপ১) প্রথমে ngrok.com থেকে ngrok ডাউনলোড করে আনজিপ করুন। এরপর কমান্ড প্রোম্পট থেকে যেখানে ngrok রেখেছেন সেই ডিরেক্টরিতে যান। (ধরি আপনি ডি ড্রাইভের ngrok ফোল্টারে ngrok ফাইলটি আছে) এজন্য প্রথমে d: লিখে এন্টার দিয়ে cd ngrok এন্টার দিন।
ধাপ২) এবার টানেল তৈরি করার জন্য ngrok http 80 লিখে এন্টার করুন তাহলে দেখবেন নিচের মতো একটি টানেল তৈরী হয়েছে।
ধাপ৩) এখন আপনি উল্লেখিত ইউআরএল দিয়ে যেকোন যায়গা থেকে ব্রাউজ করতে পরবেন।
নোট: http://localhost:4040/ ব্রাউজ করে আপনি ট্রাফিক সম্পর্কে জানতে পারবেন।