সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৩শে মার্চ, ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিক্ষনীয় ভিডিও দেখুন টিচারটিউবে

admin | March 22, 2008, 1:00 AM

teachertube.jpgইউটিউবের কথা আমারা সবাই জানি। জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং এর আদলে তৈরী করা টিচারটিউবকে www.teachertube.com ইউটিউবের অন্যতম সেরা ক্লোন সাইট বলা হয়। এখানে ইউটিউবের ভিডিও এর মধ্যে শিক্ষা বিষয়ক ভিডিওগুলো রয়েছে। এর মধ্যে রয়েছে গণিত, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, কম্পিউটার, ত্রিমাত্রিক মডেলিং, শিশুদের জন্য এনিমেশন, পিসি এনিমেশন, ফ্লাশ প্রজেক্ট, কম্পিউটার বেসিক কম্পোনেন্ট, কম্পিউটার বেসিক ট্রাবলশুটিং ইত্যাদিসহ বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও। এই সাইটে ভিডিও আপলোড করতে হলে রেজিষ্ট্রেশন করতে হবে। আর আপলোড, ডাউনলোড বা অনান্য দরকারি যা কিছু আছে সবকিছুই অবিকল ইউটিউবের মতই।

মন্তব্য করুন