ইয়াহু! সার্চ ইঞ্জিনের মূল্য ৪৪.৬ বিলিয়ন ডলার!!

কম্পিউটারের অপারেটিং সিস্টেমের জগতের নিয়ন্ত্রক এবং বিশ্বের শীর্ষস্থানীয় সফটওয়্যার নির্মানকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট গত ৩১ জানুয়ারী ইয়াহু!র কাছে তাদের সার্চ ইঞ্জিন ৪৪.৬ বিলিয়ন ডলারে (নগদ অর্থ ও শেয়ারের মাধ্যমে) ক্রয়ের প্রস্তাব পাঠায়। মূলত অনলাইনে সার্চ ইঞ্জিন জগতে গুগলের (সবচেয়ে জনপ্রিয়) সাথে পাল্লা দিয়ে ব্যর্থ হয়েই এমনটি উদ্দ্যোগ নিয়েছে মাইক্রোসফট। প্রতিযোগীতায় এককভাবে মাইক্রোসফটের বা ইয়াহু!র কোন সার্চ ইঞ্জিনই গুগলের ধারে কাছে যেতে পারেনি বিগত বছরগুলোতে। এমনই পরিপ্রেক্ষিতে মাইক্রোসফট এবং ইয়াহু!র সার্চ ইঞ্জিনের একত্রিভুতই গুগলের জন্য আদর্শ চ্যালেঞ্জ বলে মনে করছে মাইক্রোসফটের কর্মকর্তারা। ৩১ জানুয়ারীর রাতের সম্মেলনে মাইক্রোসফটের কেভিন জনসন বলেছেন, মাইক্রোসফট এবং ইয়াহু!র একত্রিভুত হলে গুগলের সঙ্গে ভালোভাবেই প্রতিযোগিতায় করতে পারবে তারা। মাইক্রাসফটের এই প্রস্তাব বিবেচনায় সময় চেয়েছে ইয়াহু!। মাইক্রোসফট জানিয়েছে, তাদের এই প্রস্তাবে ইয়াহু!র শেয়ার হোল্ডাররা কোন বিপাকে পড়বে না। কারণ ইয়াহু!র শেয়ার হোল্ডাররা তাদের ইচ্ছামত মাইক্রোসফটের স্টক থেকে নগদ অর্থ (শেয়ার প্রতি ৩১ ডলার) বা শেয়ার (.৯৫০৯) নিতে পারবে। বতর্মানে (১ ফ্রেব্রুয়ারী) ইয়াহু!র শেয়ারের মূল্য ২৮.৩৩ ডলার, মাইক্রোসফটের ৩০.৪৫ ডলার এবং গুগলের ৫১৫.৯ ডলার। এছাড়া গ্লোবাল ওয়েব সার্চ শেয়ার বাজারের শতকরা ৭৭ ভাগই গুগলের, ইয়াহু!র ১৬ এবং মাইক্রোসফটের রয়েছে মাত্র ৩.৭ ভাগ।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস