ওয়েব সাইট থেকে পিডিএফ ফাইল সম্পাদনা
বতর্মানে ওয়েববেসড সফটওয়্যার এখন বেশ জনপ্রিয়। এধরনের সফটওয়্যারের সুবিধা হচ্ছে সফটওয়্যার ডাউনলোড না করে অনলাইনে সফটওয়্যারের সুবিধাগুলো পাওয়া যায়। এমনই কিছু ওয়েব সাইট আছে যেখানে পিডিএফ ফাইল তৈরী বা দেখা যাবে। এমনকি উক্ত সফটওয়্যার ডাউনলোড করেও ব্যবহার করা যাবে। তবে সম্পাদনার জন্য এক্রোবেট ছাড়া তেমন ভাল সফটওয়্যার বা ওয়েববেসড সফটওয়্যার নেই। আপনার যদি পিডিএফ ফাইলের কোন পৃষ্ঠা বাদ দেওয়ার প্রয়োজন হয় বা একাধিক পিডিএফ ফাইলকে একসাথে যুক্ত করার প্রয়োজন হয় তাহলে এডোবি এক্রোবেট এর প্রয়োজন হবে। কিন্তু আপনার কাছে যদি তা না থাকে তাহলে বেশ বিপাকে পড়তে হতে পারে। তবে হাতের কাছে ইন্টারনেটের থাকলে চিন্তা নেই। পিডিএফ হাম্মার এর সাহায্যে আপনি অনলাইনেই পিডিএফ এর পৃষ্ঠা যোগ বা বাদ দিয়ে নতুন ফাইল তৈরী করতে পারবেন। ফ্রি এই সেবা পাওয়ার জন্য কোন রেজিষ্টেশনেরও প্রয়োজন নেই। http://pdfhammer.com সাইট থেকে Start Now এ ক্লিক করুন। এবার আপনার পিডিএফ ফাইলটি আপলোড করলে সকল পৃষ্ঠাগুলো দেখা যাবে যা আগে বা পরে নিতে পারবেন। এছাড়াও ইচ্ছামত যেকোন পৃষ্ঠা মুছে ফেলতে পারবেন। আর আরেকটি ডকুমেন্ট একত্রিত করতে চাইলে সবগুলো একের পর এক আপলোড করলে ধারাবাহিক ভাবে থাকবে। এরপরে Export Final PDF বাটনে ক্লিক করে সেভ করলেই হবে।