ভিডিও শেয়ারিং শুরু করবে ফ্লিকার

ভিডিও শেয়ারিং বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গুগলের মালিকানাধীন ইউটিউবকে (১.৭৬ বিলিয়ন ডলারে ২০০৬ সালে কিনে নেয়) চ্যালেঞ্জ করতে ইয়াহু তাদের ফটো শেয়ারিং সাইট ফ্লিকারে (২০০৫ সালে ৩৫ মিলিয়ন ডলারে কিনে নেয় এবং ২০০৭ সালে নিজস্ব ফটো সেবা ইয়াহু ফটো বন্ধ করে দেয়) ভিডিও সেবা দেবার ঘোষনা দিলো। ফলে ইয়াহুর গ্রাহকরা ফ্লিকারের মাধ্যমে ভিডিও শেয়ারিং এর সুযোগ পাবে। তবে প্রাথমিক পর্যায়ে এতে ৯০ সেকেন্ড (১৫০ মেগাবাইট) পর্যন্ত ভিডিও রাখা যাবে। এখানে (AVI, WMV, MOV, MPEG 1/2/4, 3gp) ফ্যারমেটের ভিডিও রাখা যাবে। এই ভিডিও সেবা ফ্লিকারের আটটি ভাষাতে চলবে। ইংরেজী ভাষার পাশপাশি অনান্য ভাষাগুলো হলো ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, কোরিয়ান, পোর্তুগিজ, স্পেনিশ এবং সনাতন চীনা। তবে এই মুহুর্তে প্রো ইউজার ছাড়া অনান্য ফ্রি ইউজাররা ভিডিও আপলোড করতে পারবে না কিন্তু সাবই ভিডিও দেখতে বা ডাউনলোড করতে পারবে।

১ Comments on "ভিডিও শেয়ারিং শুরু করবে ফ্লিকার"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস