সফটওয়্যার ছাড়ায় গুগলটক

ইয়াহু!র ম্যাসেঞ্জারের মত জনপ্রিয় না হলেও গুগল টক বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ভয়েসের মানটা ভাল হওয়ার কারণে গুগল টক আলোচনা আসে। এছাড়াও ভিওআইপির বিকল্প হিসাবে বিবেচিত হতে চলেছে গুগল টক। ইতিমধ্যে ইয়াহু! সফটওয়্যারের পাশাপাশি ওয়েব নির্ভর (নিজস্ব ইমেইলে এবং ওয়েব সাইটে) টেক্সট চ্যাটিং চালু করেছে আর গুগলও ওয়েব নির্ভর টেক্সট চ্যাটিং সেবাও দিচ্ছে। এজন্য www.google.com/talk সাইটে ঢুকে নিচের Launch Google Talk Gadget লিংকে ক্লিক করলে পপআপ উইন্ডো আসবে। এবার লগইন করে টেক্সট চ্যাটিং (গ্রুফ চ্যাটিং সহ) করতে পারবেন, তবে ভবিষ্যতে ভয়েস চ্যটিং যুক্ত হবে। আর আপনি চাইলে আইগুগলে (পার্সোনাল গুগল হোম পেজে www.google.com/ig) গ্যডগেটে গুগলটক রাখতে পারেন। এছাড়াও জিমেইল থেকেও সরাসরি টেক্সট চ্যাটিং করা যায়।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস