সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৪শে মে, ২০২৩ ইং | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এক সাইটে সকল প্রযুক্তির খবর

admin | January 19, 2008, 12:01 AM

আমরা সবাই কম বেশী প্রযুক্তি বিষয়ক খবর শুনতে বা পেতে ভালবাসি। আমরা দেশী বিভিন্ন পত্রিকা ছাড়াও অনলাইনে আন্তর্জাতিক মানের সংবাদ সংস্থা থেকে বিভিন্ন সময়ে প্রযুক্তির সংবাদ সংগ্রহ করে থাকি বা দেখে থাকি। কিন্তু বিভিন্ন ওয়েব সাইট ঘুটে প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ বা মাজার প্রযুক্তির সংবাদ খুজেঁ পাওয়া বেশ ঝামেলার এবং সময় সাপেক্ষ কাজ। কিন্তু আপনি যদি এক সাইটেই বিশ্বের সকল গুরুত্বপূর্ণ প্রযুক্তির সংবাদের শিরোনাম পেয়ে যান তাহলে কেমন হয়! www.twitter.com/a2ztechnews টুইটার অ্যাকাউন্টে বিশ্বের জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ সকল সংবাদ সংস্থার (ওয়েব সাইটে প্রকাশিত) প্রযুক্তির সংবাদের শিরোনাম রয়েছে। পছন্দের যেকোনে শিরনামের উপরে ক্লিক করলে মূল সাইটে বিস্তারিত পাওয়া যাবে।

মন্তব্য করুন