সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২২শে মে, ২০২৩ ইং | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ইয়াহু! মেইলে সরাসরি চ্যাটিং

admin | December 13, 2007, 1:28 AM

জনপ্রিয় ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান (বিনামূল্যে) ইয়াহু! তাদের মেইলকে নতুন করে সাজিয়েছে। এতে রয়েছে ম্যাসেঞ্জার ছাড়ায় মেইলে সরাসরি চ্যাটিং এবং ফেড দেখার সুবিধা। ইনবক্সের নিচে যুক্ত হওয়া Contacts থেকে ইয়াহু! ব্যবহারকারীরা কোন ঝামেলা ছাড়ায় যেমন চ্যাটিং করতে পারবে তেমনই ইনবক্সের নিচে যুক্ত হওয়া All Feeds থেকে ফেড রিডারের সাহায্যে পছন্দের সাইটের তথ্য পাবে মেইলের ভিতর থেকেই এবং যুক্ত করা যাবে নতুন নতুন ফেড। যা আসবে নতুন ট্যাবে ফলে ইনবক্স রেখেও অনান্য কাজ করা যাবে যা আগে করা যেত না। আর রয়েছে ড্রাগ ড্রপের সুবিধা, সহজে এড্রেস সেভ করা এবং এড্রেস খুঁজে বেড় করা। আর গতি বৃদ্ধির ফলে আগের চেয়ে অনেক বেশী ফলে দ্রুত মেইল খোঁজা যাবে। মোবাইলে মেইল চেক করা যাবে সহজে ফলে মোবাইলে কোন ঝামেলা ছাড়ায় চ্যাটিং করা যাবে। এছাড়াও এসএমএস করার ব্যবস্থা রয়েছে।

২টি মন্তব্য

মন্তব্য করুন