বতর্মানে ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলকে চ্যালেঞ্জ দিতে পারছে না ইয়াহু! কিংবা মাইক্রোসফট কেউই। গুগলের সাথে প্রতিযোগীতায় টিকে থাকার কথা বলে ইয়াহু!কে ৪৪.৬ বিলিয়ন ডলারে কিনে নেওযার (১ ফেব্রুয়ারী ২০০৮) যে প্রস্তার করেছিলো মাইক্রোসফট, তা ফিরিয়ে দিয়েছে ইয়াহু!। ইয়াহু!র বোর্ড মিটিং এর পরে এ সিন্ধান্ত জানিয়ে দেওয়া হয়। মাইক্রোসফটের ইয়াহু! কিনে নেওয়া প্রসঙ্গে ইয়াহু!র বোর্ড মনে করে তাদের শেয়ারবাজারের মন্দা ভাবকে পুজিঁ করে মাইক্রোসফট এ ধরণের প্রস্তার দিয়েছিলো। ইয়াহু!র এই সিদ্ধান্তে সবচেয়ে খুশি গুগল কারণ তারা মাইক্রোসফটের প্রস্তাবের পরে বেশ চাপে ছিলো যার অবসান ঘটলো। গুগল মাইক্রোসফটের এই সিদ্ধান্তকে হটকারিতা বলে উল্লেখ করেছিলো। তবে এখানেই শেষ নয়, ইয়াহু! ইঙ্গিতটা এরকম যে উপযুক্ত মূল্য পেলে তারা ইয়াহু!কে বিক্রি করতে হইতো রাজি হবে। মাইক্রোসফট ইয়াহু!র শেয়ারের মূল্য ৩১ ডলার দিতে চেয়েছিলো কিন্তু ইয়াহু! প্রত্যাশা ৪০ ডলারের উপরে। এখন দেখার বিষয় ইয়াহু! বিক্রি না করার জন্য মূল্যেও প্রসঙ্গ অজুহাত হিসাবে তুলেছে নাকি সত্যিই উপযুক্ত মূল্য পেলে বিক্রি হবে ইয়াহু!।
And Microsoft sent a reply to Yahoo too, you didn’t mentioned about that. I know what your news source is, you can surf more for more new news. 🙂 Here is Microsoft’s reply: http://www.microsoft.com/presspass/press/2008/feb08/02-11msft-response.mspx?rss_fdn=Press%20Releases