হিটাসির টেবিবাইট হার্ডডিক্স

1tb.jpgটেরাবাইট সম্পর্কে আমরা কমবেশী সাবাই জানি। কিন্তু টেবিবাইট! ১ টেরাবাইট হচ্ছে ১০০০ x ১০০০ x ১০০০ x ১০০০ বাইটের সমান (ডেসিমেল বাইট)। কিন্তু টেবিবাইট হচ্ছে (বাইনারি বোইট) ১০২৪ x ১০২৪ x ১০২৪ x ১০২৪ বাইটের সমান। সুতারাং ১ টেবিবাইট ১ টেরাবাইট থেকে বড়। এসব কথা মাথায় রেখে টেরাবাইটকে বাদ দিয়ে হিটাসি টেবিবাইটের (টিবি) হার্ডডিক্স তৈরীর ঘোষণা দিলো। ১ টেবিবাইট ধারণক্ষমতার মাত্র ৩.৫ ইঞ্চি সাইজের ইন্টারনাল এই হার্ডডিক্সে ২৫০,০০০ এর বেশী গান রাখা যাবে। ৭২০০ আরপিএম এর হার্ডডিক্সে থাকবে সাটা পোর্ট। তবে কবে নাগাদ বাজারে আসবে বা মূল্য কত হবে তা প্রকাশ করেনি হিটাসি।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস