সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৫শে মে, ২০২৩ ইং | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এবার ইয়াহু বন্ধ করছে ব্রিফকেস

admin | February 3, 2009, 3:56 PM

ইয়াহু ফটো’র পরে এবার ইয়াহু তাদের আরেকটি সেবা বন্ধ করতে যাচ্ছে। তারা অনলাইনে ফাইল হোস্টিং ইয়াহু ব্রিফকেস বন্ধের ঘোষনা দিয়েছে। এর ফলে বছর দশেক আগে চালু করা এই সেবা বন্ধ হচ্ছে আগামী ৩০ মার্চ ২০০৯। ফলে ৩০ মার্চের পরে আর http://briefcase.yahoo.com একসেস করা যাবে না। উক্ত সাইটে এক বার্তায় শেষ হওয়া সময়সীমার আগেই সকল ফাইল ডাউনলোড বা ডিলিট করতে বলেছে ইয়াহু। ইয়াহু ফটো সেবা বন্ধ হবার সময় তারা বিকল্প সেবা ফ্লিকআর (www.flickr.com) ব্যবহারের পরামর্শ দিলেও এবার কোন বিকল্প সেবার ঘোষণা দেয়নি। ইয়াহু ব্রিফকেসে ৩০ মেগাবাইট পর্যন্ত ফাইল আপলোড করা যেত।

মন্তব্য করুন