উম্মুক্ত আইডি আনছে ইয়াহু!

জনপ্রিয় ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু! তাদের সেবার পরিধী ধীরে ধীরে বৃদ্ধি করছে। ফলে ব্যবহারকারীদের একাধিক সেবা পেতে একাধিক আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হচ্ছে এবং সেগুলো মনে রাখতে হচ্ছে। এছাড়াও প্রত্যেকটি সেবার জন্য আলাদা ভাবে প্রত্যেকবার লগইন করতে হচ্ছে। কিন্তু গুগল এবং মাইক্রোসফটের উম্মুক্ত আইডি থাকায় একবার যেকোন সেবাতে লগইন করলে অনান্য সেবাতে নতুন করে আর লগইন করার প্রয়োজন হয় না। ফলে ব্যবহারকারীদের যেমন সময় বাঁচে তেমন ঝামলো কমে। এসব কথা বিবেচনা করে ইয়াহু!ও তাদের আইডিকে উম্মুক্ত করতে যাচ্ছে। এর ফলে ইয়াহু!র সকল সেবা (www.flickr.com, www.alltheweb.com, www.mybloglog.com, www.del.icio.us ইত্যাদি) পাওয়া যাবে একটি আইডি থেকেই।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস