এমএসএন ম্যাসেঞ্জার ছাড়ায় চ্যাটিং করা

চ্যাটিং এখন বেশ জনপ্রিয়। বিনাখরচে খোশ গল্প বা কথা বলার এটাই সহজতর পদ্ধতি। বিভিন্ন ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের এধরণের চ্যাটিং করার ব্যবস্থা করে থাকে। তবে এদের মধ্যে সবচেয়ে বেশী জনপি্রয় ইয়াহু! এবং এমএসএন। চ্যাটিং করতে হলে ম্যাসেঞ্জার ডাউনলোড করে ইনষ্টল করে চ্যাটিং করতে হয়। কিন্তু আপনি যে কম্পিউটার থেকে চ্যাটিং করতে চান সেই কম্পিউটারে অনলাইনে আছেন কিন্তু ম্যাসেঞ্জার ইনষ্টল করা নেই অথবা ইনষ্টল করার মত ব্যবস্থা বা সুযোগ নেই। কিন্তু তাই বলে কি চ্যাটিং করতে পারবেন না! ম্যাসেঞ্জার ছাড়ায় চ্যাটিং করার সুযোগ করে দিচ্ছে www.messengerfx.com ওয়েবসাইট। এখানে এমএসএন এর গ্রাহকরা লগইন করে সহজেই চ্যাটিং করতে পারবেন। এমএসএন ম্যাসেঞ্জারের প্রায় সকল সুবিধাই এখানে পাবেন।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস