শেষ থেকে শুরু

একদিন তোমরা শুনবে মোর সাঙ্গ হলো জীবন খেলা;
যাদের কাছে প্রিয় ছিলুম সেদিন করবে তারা অবহেলা।
ভুবন মাঝে আমি ছিলুম তোমাদের চোখের মনি,
মরনের পরে আমার দেহ বোঝা হবে তোমার জানি।
তোমরা কেহ শেষ বেলাতে বিদায় দিতে আসবে গোরে,
হইতো কারো অশ্রু ফোঁটা ঝরতেও পারে আমার তরে।
শুল্ক বস্ত্রে সাজিয়ে আমায় দেবে তোমরা চির বিদায়,
ধরনীর এই বক্ষ চিরে রাখবে মোরে তোমরা সেথায়।
যখন তোমরা আসবে ফিরে কাজের মাঝে হারিয়ে যাবে,
আমার স্মৃতি মুছে যাবে তোমাদের ব্যস্ত ভবে।
কি-ই-বা করেছি আমি এই জগৎ সংসারে,
যে, করবে তোমরা আমায় মনে মোর মরণ পরে।
রঙ্গিন ধরায় আমার কথা থাকবে না তোমা মনে,
উঠবে মেতে তোমারা তখন নতুন কারো আগমনে।
নতুনের তরে গড়বে তোমারা তোমাদের জীর্ণ ধরা,
নতুন করেই জন্ম নেবে তোমাদের এই ধরা॥

(১৫ পৌষ ১৪০৭/কালিশংকর পুর)

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস