সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৪ই মার্চ, ২০২৩ ইং | ৩০শে ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ

বিদ্যালয়

admin | August 10, 2008, 7:44 PM

হইতো তোমরা চিনবে সবাই
যার কথা বলছি হেসে,
কথায় কথায় ঝাটা হাতে
যে শুধুই তেড়ে আসে।
পান থেকে খসলে চুন
যে চাই করতে খুন,
সেই আছে তোমাদের মাঝে
ভন্ড হয়েও সাধু বেশে।
খেলাধুলা বা কমনরুমে
কিংবা তোমা আড্ডা ঘরে।
আসবে সেথা নিজেই যেচে
তারপরেই যাবে তেড়ে।
বেশী স্মার্ট হতে গিয়ে
যার স্মার্টনেস যাচেছ ধুয়ে,
তারপরেও তার লাজ কমে না
নির্লজ্জতা যাচেছ বেড়ে।

এমনই এক সাধু হতে
তোমরা হও সাবধান
যতই মিশবে তার সাথে
রাখবে কিছু ব্যবধান।
যখন সে খাবে পানি
ঘোলা করেই খাবে জানি
তাই বলে তাকে গাধা বলোনা
করো না কো অপমান।

জানো তোমরা তার সম্মন্ধে
চরিত্রটা যাচেছতাই
দুর্জন যদি বিদ্যান হয়ও
তার কাছে যেতে নাই।
এ প্রবাদ সবারই জানা
তাই আর চুপ থেকোনা,
দুরে ঠেলো তাকেই আজ
যার কোন চরিত্র নাই।

(১৪১১/মিরপুর, ঢাকা)

২টি মন্তব্য

মন্তব্য করুন