বিদ্যালয়
হইতো তোমরা চিনবে সবাই
যার কথা বলছি হেসে,
কথায় কথায় ঝাটা হাতে
যে শুধুই তেড়ে আসে।
পান থেকে খসলে চুন
যে চাই করতে খুন,
সেই আছে তোমাদের মাঝে
ভন্ড হয়েও সাধু বেশে।
খেলাধুলা বা কমনরুমে
কিংবা তোমা আড্ডা ঘরে।
আসবে সেথা নিজেই যেচে
তারপরেই যাবে তেড়ে।
বেশী স্মার্ট হতে গিয়ে
যার স্মার্টনেস যাচেছ ধুয়ে,
তারপরেও তার লাজ কমে না
নির্লজ্জতা যাচেছ বেড়ে।
এমনই এক সাধু হতে
তোমরা হও সাবধান
যতই মিশবে তার সাথে
রাখবে কিছু ব্যবধান।
যখন সে খাবে পানি
ঘোলা করেই খাবে জানি
তাই বলে তাকে গাধা বলোনা
করো না কো অপমান।
জানো তোমরা তার সম্মন্ধে
চরিত্রটা যাচেছতাই
দুর্জন যদি বিদ্যান হয়ও
তার কাছে যেতে নাই।
এ প্রবাদ সবারই জানা
তাই আর চুপ থেকোনা,
দুরে ঠেলো তাকেই আজ
যার কোন চরিত্র নাই।
(১৪১১/মিরপুর, ঢাকা)
font is so small.need more larger.
apnar broswer giye page zoom baran font dekte parban