মুখ ও মুখোশ
মুখ লুকিয়ে মুখোশে
ঐ দেখনা কে আসে
হাদারামের গাধা ছেলে
দাত খিচিয়ে ঐ হাসে।
মুখোশে মুখ ঢেকে
কতজনই মান রাখে,
কেইবা আবার মন খুলে
ইচ্ছামত যা তা লেখে।
কতক জন ছদ্মনামে
কথা বেচে কম দামে;
ক্ষতি কি অন্যরে মন্দ বললে
কে চিনবে এই নামে।
নিজের নামে কতক জন-
অন্যরে করে আক্রমন?
তাই সকল মুখোশ খুলে
সকলকে নিজেরে চেনান।
ঢাকা/১১ বৈশাখ, ১৪১৫