সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩০শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সাম্প্রদায়িকতা

admin | February 14, 2008, 11:02 AM

নেইতো হেথা সাম্প্রদায়িকতা, হনাহানির লেশ
এ যে আমার মাতৃভূমি প্রিয় বাংলাদেশ।
যেথাই আছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রীষ্টান,
গলাগলি ধরে একই সাথে যারা গাই বাংলার গান।
১৬ ডিসেম্বর, ২৬ মার্চ কিংবা ২১ ফেব্রুয়ারী
একসাথে সবাই একই গান গাই, হয় যে কন্ঠ ভারি।
মায়ের জন্য যারা গিয়েছে রনে দিয়েছে তাদের প্রাণ
তারা নয় হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রীষ্টান।
তারা মোর ভাই বোন মোর মায়ের সন্তান
তাদের তরেই আঁখি ভেজে নেই কোন ব্যবধান।
সংখ্যা লঘু বা সংখ্যা গুরু নাইকো অবিচার
মায়ের কাছে নেই ভেদাভেদ, সন্তান যে তার।
জন্ম মোদের একই মায়ের গর্ভে, মা মোদের বাংলাদেশ
যেথাই মোদের জীবন শুরু যেথাই জীবন শেষ।।
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

(১৪১২/মিরপুর, ঢাকা)

মন্তব্য করুন