সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৯ই জুন, ২০২৩ ইং | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রণয়

admin | July 15, 2008, 7:52 AM

হৃদয়ে শোণিত ধারা ঝরায়ে অঝরে,
অধরে অধরসুধা দিয়েছি যারে,
হৃদয়ে জ্বলিল অনল তাহারই তরে।
বক্ষে বক্ষে মিলে গড়িনু স্বপ্নালয়,
তোমাতে সপেছি মোরে উজাড়ে হৃদয়,
সন্তাপ দিয়েছো মোরে ছলনা পুরে।
আমার বক্ষে মুখটি রেখে গড়েছিলে পৃথ্বী,
মুছে দিয়ে গেলে সব, আজিকে তাই স্মৃতি,
তবুও ভুলেনি আমি সেই তিমির তিথী।
ভালবেসে তোমা তরে সর্বস্ব করিনু দান,
এ-ই বুঝি পেলাম আমি তারই প্রতিদান,
জানিনা কে তোমায় করিছে ব্রতি।
বুঝেছি আজিকে আমি দেরিতে তোমায়,
বিরহ ছাড়া কেহ কভূ বোঝেনা প্রণয়,
প্রণয় – সেতো শুধু বেদনারত হৃদয়।
কভু কেহ কারো তরে সপিয়োনা নিজেরে,
আপনারে রেখে দিয়ো অতি অগোচরে,
একা থাকা ভালো আপন ছোয়ায়।

(০৪ পৌষ ১৪০৭/কালিশংকর পুর)

৩টি মন্তব্য

মন্তব্য করুন