আকাশ ওদের ছাদ হয়ে রয়
নিচে শীতল জমিন,
এভাবে তাদের যায় কেটে যায়
দিনের পরে দিন।
ফুটপাতে খায় সেথাই ঘুমায়
হেথায় স্বপ্নবোনে,
চাদের আলো খেলা করে যায়
ওদের উম্মুক্ত উঠানে।
মশা মাছি আর শত নোংরায়
ওদের জীবন জুড়ে,
জন্মের পরে শিশুটিও রয়
নোংরা ডোবায় পরে।
দেখিনু সেদিন, দড়ি বাধা রয়
ছোট্ট শিশুর দেহে,
যেন সে পরে না যায়
লেকের পারে গিয়ে।
এমনি ওদের দিন কেটে যায়
রাত্রি কাটে আরো কষ্টে,
স্বপ্ন তাদের স্বপ্ন হয়ে রয়
আসোনাকে দৃষ্টে।
(১০ ভাদ্র ১৪১৫ / মিরপুর, ঢাকা)
মেহেদী ভাই, আপনার কবিতাটি খুব চমৎকার হয়েছে। আমি অনেকবার আপনার সাইট ভিসিট করি কিন্তু কবিতাটি কখনও পড়া হয় নাই। এখন পড়লাম, দারুন।
Aap na ke ekta pronam korte ecche korche….
মেহেদী ভাই আপনি আর কি পারেন বলনে তো এক সাথে এতকিছু কিভাবে করেন। প্লিজ বস আমকে একটু তালিম দেন
কবতিটি খুবই সন্দুর হয়েছে
এক কোথায় অসাধারণ!
কবিতাটা ভীষণই ভালো লেগেছে ভাই!
onek sundor