সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৯শে মার্চ, ২০২৩ ইং | ৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অচেনা বন্ধু

admin | April 19, 2008, 10:27 PM

জানা নেই শোনা নেই তবুও হয় যদি বন্ধুত্ব
শুধুই কথাতে যদি মেটাতে পারে সব দুরত্ব-
তবে হোক না এমন,
হয়তো তোমার সাথে দেখা হবে নাকো কভু
আমার স্মৃতিপটে চিরদিন তুমি থাকবে তবু
যেমন আছো এখন।
তোমার কন্ঠস্বর, কথার ঢং এবং ছবি দিয়ে
আকঁবো তোমা আমি মনের মাধুরী মিশিয়ে
যেমনটি আমি চাই,
সীমারেখা রইবেনা তোমার আমার বন্ধুত্বের
দুরে থেকেও কাছে রবে আমার হৃদয়ের
দিনে রাতে সব সময়।

এরপর একদিন তুমি যাবে চলে অনেক দুরে
হয়তো কথা হবেনা সম্ভব গিয়ে নতুন ঘরে
এমনকি ভুলেই যাবে,
নতুন সংসার পাবে- আর পাবে নতুন ভুবন
সেথায় তোমার নতুন সখা নতুন আয়োজন
দোয়া করি সুখি রবে।
কঠিন বাস্তবতায় হবেনা আমাদের যোগাযোগ
স্মৃতি থেকে ক্ষয়ে ক্ষয়ে যাবে সমস্ত আবেগ
আমিও ভুলবো তোমাকে,
হয়তো দেখা হবে মোদের কোন পড়ন্ত বেলায়
চিনবোনা কেউ কাউকে, হবে নতুন পরিচয়
জড়াবো নতুন সম্পর্কে।
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

ঢাকা/১১ সেপ্টেম্বর ২০০৭/২৭ ভাদ্র ১৪১৪

মন্তব্য করুন