আপনার বন্ধু থাকে প্রবাসে আর আপনি বাংলাদেশে। আপনার বন্ধু কম্পিউটারে খুব বেশী দক্ষ না। আপনি আপনার বন্ধুকে কিছু শেখাতে চান বা তার কম্পিউটারের কিছু কাজ করে দিতে চান। কিন্তু দুজন হাজার কিলোমিটার দুরে থেকে কিভাবে এটা সম্ভব। টিমভিউয়ার সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার বন্ধুর কম্পিউটার ব্যবহার করতে পারবেন, ফলে আপনি তাকে যেমন কিছু শেখাতে পারবেন তেমনই তার বিভিন্ন কাজও করে দিতে পারবেন। এজন্য অবশ্যই উভই কম্পিউটারে ইন্টারনেট সংযোগ এবং টিমভিউয়ার সফটওয়্যার ইনষ্টল থাকতে হবে।
এজন্য উভয়ই কম্পিউটারে www.teamviewer.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করুন। এবার উভয়ই সফটওয়্যারটি চালু করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে Your Details অংশে ID এবং Password আসবে। যেহেতু আপনি আপনার বন্ধুর কম্পিউটার নিয়ন্ত্রণ করবেন তাই আপনার বন্ধুর কাছ থেকে এসএমএস, ফোন, মোবাইল, ম্যাসেজ (চ্যাট) বা ইমেইলের মাধ্যমে তার টিমভিউয়ারের ID এবং Password জেনে নিন। এখন আপনার টিমভিউয়ারের (Remote Support নির্বাচন রেখে) Partner Details এর ID অংশে আপনার বন্ধুর দেওয়া আইডি লিখে Connect Partner বাটনে ক্লিক করুন। তাহলে সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে আপনার বন্ধুর কম্পিউটারের টিমভিউয়ার পরীক্ষা করবে। এবপরে পাসওয়ার্ড চাইলে আপনার বন্ধুর দেওয়া পাসওয়ার্ড লিখে Log On বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আপনার বন্ধুর দেওয়া আইডির টাইটেলে একটা উইন্ডো আসবে, যা আপনার বন্ধুর কম্পিউটারের ডেক্সটপ। এখন আপনি উক্ত ডেস্কটপের মাধ্যমে আপনার বন্ধুর কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ (ফাইল/ফোল্ডার তৈরী, ডিলিট করা, টাইপ করা, সফটওয়্যার ইনষ্টল করা, ডাউনলোড করা, গান দেখা ইত্যাদি) করতে পারবেন। মোট কথা ইন্টারনেটর সংযোগ অক্ষুন্ন রেখে কম্পিউটার লগঅফ/সার্টডাউন ছাড়া বাকি সবই করতে পারবেণ। এছাড়াও Filetransfer থেকে সংযোগ নিলে আপনার নিজের কম্পিউটারের ফাইল আপনার বন্ধুর কম্পিউটারের মধ্যে ফাইল/ফোল্ডার আদান প্রদান করতে পারবেন।
… you have a very nice Site – Please visit my Webpage under Butzelnews Thanks and Greetings from Germany
THE NEWS IS VERY FINE FOR MY NEAR. ALOT THANKS BROTHERS. BUT THE TEAM VIWER ACCOUT I HAVE NOT SUCCSESSFULLY MAKING. SO YOU SAID HOW BY THE MAKE AN ACCOUNT ON TIMEVIWER. PLEASE QUICKLY. GOOL BY
এই ধরণের পোস্ট না লেখাই ভাল। এতে সাইবার আপরাধ বাড়ে। ধন্যবাদ ।।
কিভাবে বাড়ে বলবেন কি?
সব কিছুরইতো ভাল-মন্দ দিন থাকে।
এক কথায় বললে বলব অন্য এর বাসায় বিনা আনুমতিতে প্রবেশে কেউকে উৎসাহিত করা আপরাধ। এইটা প্রায় এই রকমেরই কাজ। ধন্যবাদ।
এখানে আপনি বিনা অনুমতিতে অন্যের কম্পিউটার ব্যবহার করতে পারছেন না। আপনাকে তো পাসওয়ার্ড দ্বারা একসেস করতে হচ্ছে।
ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে টাইটেল দেখে উক্ত প্রতি উত্তর দিয়ে। ব্লগের বিবরন পড়ে নয়। এইখানে আমার ভুল হয়েছে। আপনার এই ব্লগের জন্য অনেক ধন্যবাদ।