ভালবাসা
ভালবাসা মরিচিকা করে শুধু তারে একা
হয় যদি পরিণয় অনুগ,
প্রেমের ছলনা টানে তাকিওনা নারীর পানে
উজাড়ে আপন বুক।
নারীর ছলনা কথা দিতে পারে শুধুই ব্যাথা
সেতো আপন নয়,
ভালবাসার হাতিয়ার ভেঙ্গে দেবে অন্তর
করিবে শুধু অনুশয়।
পরিনয় যদি হয় তরেই প্রণয়
তাতেই স্বর্গ সুখ,
যদি হয় ভিন্ন হেথা বাড়িবে হৃদয় ব্যাথা
অন্দরে নরক দুখ।
প্রণয় আগে নয় তাতে থাকে অভিনয়
তাতো পাপের জনক,
যদি মান খোদার নীতি ভুলে গিয়ে যুগের তিথী
হবে তুমি সুখের ধারক॥
(১৬ বৈশাখ ১৪০৭/পিয়ারপুর)