ভালবাসি
আমার চোখে চোখ রেখে কাটিয়ে দেবে হাজার বছর,
তাই বুঝি আমায় ছেড়ে গড়লে তুমি সুখের বাসর।
আমার হাতে হাত রেখে ভাসিয়েছিলে সুখের ভেলা,
সুখের তরে আমায় নিয়েখেললে এ মন লিলা খেলা।
আমার বুকে মুখ রেখে খুজেছিলে রঙ্গিন পৃথ্বী,
আজি পড়বেনাকো তোমার মনে হয়তোবা এমন স্মৃতি।
সেদিন, আমার ঠোঁটে ঠোঁট রেখে খুজেছিলে অমৃত
তবুও তুমি – করেছো আজি অন্য কারো ব্রত।
আমায় তুমি নিশীথে জড়িয়েছিলে আপন বাহুডোরে,
আজিকে-অন্য কারো জড়িয়ে আছো আমের মতো অমননি করে।
পূর্নিমাতে ঘুমিয়েছিলে মাথা রেখে মোর বুকের অন্তরালে,
হয়তো অমনি ভাবে ঘুমিয়ে আছো লন্য কারোর বক্ষ্য কোলে।
সেদিন, তোমায় দেখে বাজলো মনে আগেরই মতো প্রণয় বাঁশি,
আজও হৃদয় আমার ডুকরে কাঁদে ভালবাসি ভালবাসি।
(১৫ অগ্রহায়ণ, ১৪০৭/কালিশংকরপুর)