মোর চাওয়া

তুমি আজ অনেক অনেক দুরে
দেশ ছেড়ে দেশান্তরে,
পড়ে কি আমায় মনে?
হইতো নেই আমি তোমা অন্তরে।
তোমাকে নিয়েই কবিতা লেখা
ভাবি হইতো আর হবেনা দেখা,
তবুও দোলা লাগে এ প্রাণে
তুমিতো রয়েছো মোর ভূজান্তরে।
সুখের খোজে একই হন্য হলে
গেলে চলে এ আমায় ফেলে,
তবুও তোমা ভুলতে পারিনা
ভিজছে হৃদয় মনের জলে।
কত কষ্ট যে পাচিছ আমি
জানেন সেটা মোর অর্ন্তযামী,
যেটা তুমি বুঝতে চাইলে না
তাইতো মোরে যাচছ ভুলে।
তোমা প্রতিক্ষায় রয়েছি বসে
নিঃসঙ্গ হয়ে এখন রিক্ত বেশে
জানি তুমি আসবে ফিরে
আমার এই ছোট্ট দেশে।
ইরান জানি ভালো দেশ
তুমি সেথা রয়েছ বেশ
তবুও চাওয়া তোমার তরে
এসো মোর বাংলাদেশে॥
(০৮ বৈশাখ ১৪১২), মিরপুর ঢাকা

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস