খুঁজে দেখুন পাসওয়ার্ড দেওয়া ফাইল

আপনার কম্পিউটারে কতগুলো বা কোন কোন ফাইলে পাসওয়ার্ড দেওয়া আছে তা আপনি খুব সহজেই দেখে নিতে পারেন পাসওয়্যার ইনক্রিপশন এনালাইজার সফটওয়্যারের সাহায্যে। এতে আপনাকে ফাইলের নাম বা ফরম্যাট জানার দরকার নেই। সফটওয়্যারটি এক্রোবেট, ফাইল মেকার (ডেটাবেজ), লোটাস, এমএস একসেস, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, এমএস মানি, এমএস আউটলুক, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস প্রোজেক্ট, এমএস সিডিউল, এমএস এসকিউএল, কুইক বুকস, জিপ আর্কাইভ ইত্যাদিসহ ১০০ এর বেশী ফরম্যাটের ফাইল খুঁজতে পারে একই সাথে সক্ষম। সফটওয়্যারটি www.lostpassword.com/encryption-analyzer.htm সাইট থেকে ট্রাইল সংস্করণ ডাউনলোড করতে পারেন।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস