সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৫শে মার্চ, ২০২৩ ইং | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কবিতার উত্স

admin | April 22, 2008, 9:03 AM

এ হৃদয়ের সব কথারাশি, কবিতা করে লিখছে মসি,
তোমার কথা ভেবেই একাকী রাতে লিখতে বসি।
যখন কেহ নেইকো সাথে, গভীর এই জোসনা রাতে,
শুধূই নিশাকর আছে জেগে নিঃশ্ব আমায় সঙ্গ দিতে।
সখি আমি তোমা যায়নি ভুলে, যতই তুমি দুঃখ দিলে
ভাঙ্গা হৃদয় হয় পুলকিত ভাবি যখন আমায় ছিলে।
সানায়ের বাজনা বাঁজে, তোমা পৃথ্বী এখন নতুন সাজে,
আজি নতুন সখার তরেই তুমি বধু বেসে আছো সেজে।
এসোনা কভু দেখতে মোরে, কেমন আছি তোমা ছেড়ে,
যদি পার ভুলেই যেও এখনতো এটা চাই তোমা তরে।
আমোরি রচা যত কবিতা, তোমায় ভেবেই হচ্ছে গাঁথা
কভু জন্ম নিতোনা এ কবি, দিতেনা যদি আমায় ব্যাথা।
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

(১৫ অগ্রহায়ণ ১৪১২/মিরপুর, ঢাকা)

মন্তব্য করুন