সময়

যখন ব্যস্ত নিয়মিত কাজে
খোঁজ রাখি না কত বাজে,
কাজই তখন ধ্যান-জ্ঞান
সময় ফুরায় খুবই তেজে।

প্রতিক্ষার প্রতিটি প্রহর
হয়ে উঠে চরম বিরক্তির,
যদি হয় সে প্রিয় জন
সময় তখন আরো ধীর।

যখন খুবই আড্ডা চলে
সময় যায় হেসে খেলে,
এতটুকুতে ভরেনা মন
ভালই হতো আরেকটু হলে।

যখন হয় পড়ার সময়
ঘড়ির কাটা আস্তে যায়,
কাটে না সহজে একটি ক্ষণ
সবই যেন ধীরে বয়।

22-09-2008

২ Comments on "সময়"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস