সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৩শে মার্চ, ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সময়

admin | September 25, 2008, 10:29 AM

যখন ব্যস্ত নিয়মিত কাজে
খোঁজ রাখি না কত বাজে,
কাজই তখন ধ্যান-জ্ঞান
সময় ফুরায় খুবই তেজে।

প্রতিক্ষার প্রতিটি প্রহর
হয়ে উঠে চরম বিরক্তির,
যদি হয় সে প্রিয় জন
সময় তখন আরো ধীর।

যখন খুবই আড্ডা চলে
সময় যায় হেসে খেলে,
এতটুকুতে ভরেনা মন
ভালই হতো আরেকটু হলে।

যখন হয় পড়ার সময়
ঘড়ির কাটা আস্তে যায়,
কাটে না সহজে একটি ক্ষণ
সবই যেন ধীরে বয়।

22-09-2008

২টি মন্তব্য

মন্তব্য করুন