ফায়ারফক্সের ডিফল্ট মেইল ক্লাইন্ট হিসাবে জিমেইলের ব্যবহার

ইমেইলের কোন লিংকে ক্লিক করলে তা ডিফল্ট মেইল ক্লাইন্টের কম্পোজারে খোলে। ফায়ারফক্সের জন্য আপনি যদি জিমেইলকে ডিফল্ট মেইল ক্লাইন্ট হিসাবে ব্যবহার করতে চান তাহলে প্রথমে জিমেইলে সাইন ইন করুন এবং এড্রেস বাসে নিচের কোড লিখুন
javascript:window.navigator.registerProtocolHandler(“mailto”,”https://mail.google.com/mail/?extsrc=mailto&url=%s”,”Gmail”)
আর আপনি যদি নিজস্ব ডোমেইন ব্যবহার করেন তাহলে নিচের কোড লিখুন
javascript:window.navigator.registerProtocolHandler(“mailto”,”https://mail.google.com/a/yourdomain.com/mail/?extsrc=mailto&url=%s”,”Gmail”) এবং এন্টার করুন। এখন উপরে একটা মেসেজ আসবে সেখানে ডান দিক থেকে Add Application বাটনে ক্লিক করুন। এবার যেকোন মেইল লিংকে ক্লিক করুন তাহলে Launch Application আসবে। এখান থেকে জিমেইল নির্বচিন করে নিচের Remember my choice for mailto links চেক বক্স চেক করে Ok করুন। এখন Tools> Options থেকে Applications ট্যাবে গিয়ে mailto অপশনের ড্রপ ডাউন থেকে নির্বাচন Application details করুন এবং সেটিং পেজ থেকে জিমেইল এবং অনান্য এ্যাপলিকেশনগুলো মুছে দিন। তাহলে এরপর থেকে কোন ইমেইলের লিংকে ক্লিক করলে জিমেইল কম্পোজারে সরাসরি চলে আসবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস