নারী

নারী————–
অগোচরে কেন তুমি ফেল নেত্রবারী?
সোনার পিঞ্জরে বসে তুমি চাইছো প্রণয়,
কার পানে চেয়ে শুধু ক্ষয়েছো সময়?
আপনার নত শিরে তুমি নিয়োনা শুস্ক মালা
নারী ভেবে নিজেরে কভূ করোনা অবহেল।

ওগো মা ————
হৃদয়ে তোমার আজি কিসের যাতনা?
আজিকে তোমা শুস্ক নয়ন রুক্ষ এলো কেশ,
কোন দোষে হলো তোমা এ করুন বেশ?
তুমি মা, পদতলে তোমা স্বর্গ – তুমি স্বর্গীয়,
আপনারে করোনা একা কভূ ভেবনা নিরীহ।

বধুরা সবে————
আজীবন তোমরা কি বন্ধী হয়ে রবে?
পায়ে শৃঙ্খল তোমা হাতে কারা চুড়ি,
কে তোমা রেখেছে কারায় গলায় পরিয়ে দড়ি?
তোমরা নিজেরে ভেবোনা দাসী পুরুষের তরে
বুঝে নিও পাওনা সব বধুর অধিকারে।

বোনেরা আমার————
কেন তোমরা ঘুমিয়ে আছো, খোলনি দুয়ার?
প্রাতের রক্তিম রবি ডাকিছে তোমায়,
জেগেও কেন দাওনি সাড়া রবির প্রণয়?
আধারে তুমি আর রহিওনা বসে,
এ ভুবন জয় করে নাও শুধুই ভালবেসে ॥

(২৮ অগ্রহায়ণ ১৪০৭/কালিশংকরপুর)

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস