এক্সেলে আনডু বৃদ্ধি করা

কম্পিউটারে কাজ করার সময় ভুল ত্রুটি হলে আনডু করার প্রয়োজন হয়। মাইক্রোসফট এক্সেলে আনুমানিক ১৬ বার আনডু করা যায়। কিন্তু আপনি চাইলে এই আনডুর পরিমান বৃদ্ধি করা যায়। এজন্য নোটপ্যাড খুলে (অফিস এক্সপির ক্ষেত্রে)
Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Office\10.0\Excel\Options]
“UndoHistory”=dword:00000040
লিখুন ExcelUndo.reg এবং নামে সেভ করুন। এবার ExcelUndo.reg চালু করলে রেজিষ্ট্রি পরিবর্তন হবে তাহলে ৪০টি পর্যন্ত আনডু হবে। আপনি চাইলে আনডু আরো বেশী বা কম করতে পারেন। আপনি যদি অফিস ২০০০ এর জন্য করতে চান তাহলে নোটপ্যাডে 10.0Gi 9.0 পরিবর্তে লিখুন।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস