সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৮ই মার্চ, ২০২৩ ইং | ৩রা চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

জন্মদিনের কবিতা

মেহেদী আকরাম | July 14, 2009, 9:15 PM

জন্মদিনের কবিতা ১
আসুক ফিরে এমন দিন
হোক না তোমা সব রঙিন
জনম জনমের তরে,
তোমার এই শুভ জন্মদিনে
বারে বারে পড়ছে মনে
যতই থাকি না দুরে।।

 

জন্মদিনের কবিতা ২
আজকেরই এই দিনে
সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে
দু:খগুলো যাক দুরে।
জড়া জীর্ণ অতীতটাকে
রেখোনা আর মনে
নব উদ্দমে কাজ করো
নতুন এই দিনে।

১৮ ভাদ্র ১৪১৪/ মিরপুর

 

 

 

 

 

জন্মদিনের এসএমএস
ঈদের বাংলা এসএমএস
ঈদের ইংরেজী এসএমএস

৩৩টি মন্তব্য

  1. বাংলা অনেক সুন্দর সুন্দর এসএমএস জন্য আমাদের ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।

  2. “আসুক ফিরে এমন দিন
    হোক না তোমা সব রঙিন” এখানে “তোমা” কি ভুলে লিখছেন নাকি কবিতার ছন্দ?
    তোমার লিখলেও তো মনে হয় ছন্দ মিল্ট কি বলেন ভাই?

    1. তোমা শব্দের অর্থ তোমার/তুমি/তোমাকে
      সুতারাং এটা কবিতার ছন্দ।
      তোমার লিখলেই হতো, কিছু অপিরিচিত শব্দ ব্যবহার করলে ছন্দ ভাল হয়।

মন্তব্য করুন