রাজাকারের যবানিকা

রাজাকারের সকল দাপট
শেষ হয়েছে অনেক আগে,
সবাই আজ বলছে অকপট
যা বলেনি কেউই আগে।

ফাঁসির রায় হবার পরে
কানাঘুষা গেছে বেড়ে।

কেউ বলে না ফাঁসি নয়
মারবো মোরা পাথর ছুড়ে,
কেইবা এতেও খুশি নয়
মৃত্যু দখবে (টিভিতে) চক্ষুজুড়ে।

অবশেষে গণভোট নিচ্ছে সরকার
মৃত্যুদন্ড কেমন করে হবে কার্যকর!

ঢাকা,
০৪ জৈষ্ঠ্য, ১৪১৫
১৮ মে, ২০০৮

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৩ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস