ব্যবধান
নীতি ও দূর্নীতির মাঝে কতটাই ব্যবধান!
দু’টা এতই কাছাকাছি এসেছে যেন হয়েছে সমান।
আসল-নকল, সাদা-কালো এবং ভাল-মন্দ,
সবই আজ এসেছে কাছে- নেই কোন দন্দ।
কালো যেমন হচ্ছে সাদা, নকল হচ্ছে আসল
ভেজাল পণ্যের সমারহে নকল সেজেছে আসল।
নকল জিনিস কিনছি মোরা অভ্যাস ও সেচ্ছায়,
আসল জিনিস দেখলে এখন সবাই ভূরু কোস্কায়।
কালো যেমন হচ্ছে সাদা অল্প টাকা খরচে
পার্থক্য আর থাকবেনা অদুরে, হইতো এদের মাঝে।
কালো টাকা সাদা হচ্ছে, কালো মানুষ হচ্ছেনা
এমন যদি করা যেত তবে কালো মানুষ থাকতোনা।
কালো মনের মানুষকে যদি করা যেত সাদা
কালো সাদার মাঝে তখন থাকতোনা বাধা।
জানি কোথাও পাওয়া যাবেনা সাদা করার দাওয়াই
বাংলাদেশের ক্ষেত্রেই শুধু এমন আইন হয়।
দূর্নীতিতে আছি মোরা একাধিকবার শীর্ষে
সাদা-কালো, আসল-নকল আছে তাই মিশে।
মন্দ যেমন হচ্ছেনা কোন ভাবেই ভাল
ব্যবধানটা থেকেই যাবে যতই টাকা ঢালো।
নকল যেমন হয় না আসল, যেমন কালো থেকে সাদা
সবই আসলে আপেক্ষিক, নীতির সাথে বাধা ॥
000000000000000000
(৯ আষাঢ় ১৪১২/মিরপুর, ঢাকা)