প্রেম ও ভালবাসা

প্রেম কাকে বলে জানিনা আমি-
নর-নারীর কামনা, বাসনা নাকি পাগলামী?
ভালবাসা প্রেম ভিন্ন যদি হয়,
যা প্রেম জেনেছি তা ভুল নিশ্চয়।
প্রেমের মানে-গাহিছে প্রাণে
ভালবাসা ছাড়া প্রেম শুধুই অভিনয়।

বিশ্ব প্রেমিক কতজনইনা হলো-
তাদের হৃদয়ে কত ভালবাসা ছিলো?
কতজনই রক্তে রাঙ্গালো ধরণী,
বিরহের অনলে কোউই পোড়েনি,
তারা প্রেম বিকে-ইতিহাসে ঢুকে
প্রমাণ করেছে তারা সত্যিই ভালবাসেনি।

খোদা প্রেমে প্রশ্ন নাহি চলে-
জানতে চেয়ছো কি কভু প্রেম কাকে বলে?
এ যুগে যাকে মোরা প্রেম বলি,
সবইতো নোংরা খেলা আর মিথ্যা বুলি,
প্রেম আছে চীরদিনই-বদলায় সঙ্গীনী
নৈতিকতা বিষর্জন দিয়ে জমেছে এমন প্রেমের মেলা।।
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

২৫ বৈশাখ ১৪১৩/মিরপুর, ঢাকা)

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস