সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মার্চ, ২০২৩ ইং | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

স্পিড মানি

মেহেদী আকরাম | September 12, 2015, 9:28 AM

গতির জন্য মাল নেওয়া আর অবৈধ কিছু নয়
উপহার হিসাবে দিলে কাজটি হবে গতিময়।
সরকারী বেতন গ্রেডের সাথে এলো নববর্ষ ভাতা
বাড়তি হিসাবে ঘুষ, উপহার হিসাবে, পেল বৈধতা।
শিক্ষার্থীদের ভ্যাটের টাকায় কর্মচারীদের নববর্ষ ভাতা
মালের বুদ্ধির ধারের কাছে যে, আমাদেরটা ভোতা।
সরকারী কাজের গতি হইতো যাবে এখন বেড়ে
আম জনতার পকেট কাটবে ভ্যাট আর উপহারে।
ভ্যাট ট্যাক্স সবই দিচ্ছে কিন্তু পাচ্ছেনা তেমন সেবা
সরকার যে ব্যবসা করে দেখেছে কখন কে বা!
সুদের সাথে ঘুষও বৈধ, ধর্ম থেকে মোরা যাচ্ছি সরে
এভাবে আমরা ধীরে ধীরে যাচ্ছি চলে অন্ধকারে।
ঘুষ শব্দ ভুলেও কখনো উচ্চারণ করো না আর
ইংরেজীতে বলো স্পিড মানি আর বাংলায় উপহার।।
২৮ ভাদ্র ১৪২২/মিরপুর, ঢাকা

১৫টি মন্তব্য

  1. এটাই আমাদের বাস্তবতা!!!আমি নিজে সবসময় ঠিক থাকব,ঘুষ দিব না।দেখি ওরা ঘুষ নেই কেমনে

মন্তব্য করুন