আমার স্বাধীনতা
স্বাধীনতা আমরা-
ছোট্ট মেয়ের এলোমেলো ব্যাক্ত-বুলি
বুঝি বা না বুঝি কিছু যায় না ভুলি,
একইভাবে ডাকি তারে যেন নতুন ভাষা,
নতুন মানুষ, নতুন দিন, নতুন শত আশা।
স্বাধীনতা আমার-
বাবার ক্লান্ত শরীরে ঘরে ফেরা,
ঘামে ভেজা শরীরে মোদের আদর করা,
শুনবে শত আবদার, অভিযোগ, নয় যেন ক্লান্ত
সাধ্যমত মিটেয়ে করে মোদের শান্ত।
স্বাধীনতা আমার-
মায়ের হাসি, শত কষ্ট নিয়ে বুকে
সব যাতনা যেন তারই, রই যেন মোরা সুখে,
সদা, তার চরণ চুমার পরে হয় যেন সকাল
তারে যেন পাই পাশে অনাদি অনন্তকাল।
স্বাধীনতা আমার-
স্বাধীনতার খোঁজে পথ চলা,
এখনো স্বাধীনতার কথা বলা,
আরেক রণভূমিতে যুদ্ধরত অবস্থায়-
একটি সত্যিকারের স্বাধীন দেশের আশায়।।
১২ চৈত্র ১২১৬/মিরপুর, ঢাকা
সুন্দর কবিতা
ধন্যবাদ
ধন্যবাদ
ভাই,
প্রথম লাইন এ আমরা এর জায়গায়, আমার হবেনা? বে
অনেক সুন্দর হয়েছে.. . .
বাংলা কবিতা
nice
Wow onek sundor kobita, khub valo legeche.
So So So Nice!