সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মার্চ, ২০২৩ ইং | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আমার স্বাধীনতা

মেহেদী আকরাম | March 26, 2010, 5:02 PM

স্বাধীনতা আমরা-
ছোট্ট মেয়ের এলোমেলো ব্যাক্ত-বুলি
বুঝি বা না বুঝি কিছু যায় না ভুলি,
একইভাবে ডাকি তারে যেন নতুন ভাষা,
নতুন মানুষ, নতুন দিন, নতুন শত আশা।

স্বাধীনতা আমার-
বাবার ক্লান্ত শরীরে ঘরে ফেরা,
ঘামে ভেজা শরীরে মোদের আদর করা,
শুনবে শত আবদার, অভিযোগ, নয় যেন ক্লান্ত
সাধ্যমত মিটেয়ে করে মোদের শান্ত।

স্বাধীনতা আমার-
মায়ের হাসি, শত কষ্ট নিয়ে বুকে
সব যাতনা যেন তারই, রই যেন মোরা সুখে,
সদা, তার চরণ চুমার পরে হয় যেন সকাল
তারে যেন পাই পাশে অনাদি অনন্তকাল।

স্বাধীনতা আমার-
স্বাধীনতার খোঁজে পথ চলা,
এখনো স্বাধীনতার কথা বলা,
আরেক রণভূমিতে যুদ্ধরত অবস্থায়-
একটি সত্যিকারের স্বাধীন দেশের আশায়।।

১২ চৈত্র ১২১৬/মিরপুর, ঢাকা

৯টি মন্তব্য

মন্তব্য করুন