সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩০শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রক্ত গোলাপ (বাংলা কবিতা)

admin | April 23, 2008, 1:20 AM

জীবনের প্রথম প্রণয়
সেই রক্ত গোলাপ,
শুকিয়ে অশোভন হয়ে অছে।
রক্তশুন্য গোলাপ ফুলদানিতে শোভা পাই না
ছুড়ে ফেলে দেওয়া হয়,
ডাষ্টবিনে অথবা কোন পচা নর্দমায়
ফুলের সুবাসটুক হারিয়ে যায়
নোংরা পচা সেই দুর্গন্ধে।
পাপড়িগুলো তখন গন্ধ হারিয়ে
দুর্গন্ধ হয়ে উঠে,
যাকে ফিরে দেখার কোন প্রশ্নাই আসেনা।
মানবীর কোমল হাতের ছোয়া
যেখনে এখনও লেগে আছে
সে আজ অর্ধপচা নোংরা আবর্জনায়।

এ কি ফুলের ব্যর্থতা?
মানবীর খামখেয়ালী?
প্রকৃতির অমোঘ নিয়ম?
না কি কঠিন বাস্তব?
ফুল শুকালেও সে তো ফুলই,
তার সৌন্দর্য হারালেও
গন্ধ বিলিন হয় না।
কেন তাকে ওষ্ঠ স্পর্শের পরেও
ছুড়ে ফেলে দেওয়া হয়?
এই খামখেয়ালী, অমোঘ নিয়ম
কোন ফুল ভাঙ্গতে পারে না –
তবুও ফুল ফুটবেই
কোন মানবী যদি একটি বারের জন্যও
ভুজান্তরে টেনে নেই,
গ্রহণ করে তার সুবাস
চুম্বন করে তার কোন পাপড়িতে।
‘সেই মানবীর তরে
আমার এই রক্তিম গোলাপ॥’

(২১ মাঘ ১৪০৫/কালিশংকর পুর)

১টি মন্তব্য

মন্তব্য করুন